ঢাকা | বঙ্গাব্দ

বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে: এনসিটিবি চেয়ারম্যান

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ জানুয়ারি, ২০২৫
বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে: এনসিটিবি চেয়ারম্যান সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, বিগত দেড় দশক ধরে বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।


এবার পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ার পাশাপাশি শিক্ষাক্রমে হঠাৎ পরিবর্তনের কারণে বইয়ে বেশ কিছু সংশোধন ও পরিমার্জন করতে হয়েছে। এ কারণেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে, আজ থেকেই এনসিটিবির ওয়েবসাইটে অনলাইনে বইগুলোর সংশোধিত ভার্সন পাওয়া যাবে।


চেয়ারম্যান জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪৪১টি বই পরিমার্জিত হয়েছে। তিনি আরও জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের ৮টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিক দশম শ্রেণির বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণির বই বিতরণ সম্পন্ন হবে।


এখন পর্যন্ত ৪১ কোটি বইয়ের মধ্যে ৬ কোটি বই বিতরণ করা হয়েছে। আরও ৪ কোটি বই বিতরণের প্রস্তুতি চলছে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান।



thebgbd.com/AR