সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নিজের মেয়াদকালে তিনি রাজনীতিতে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন এবং সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেবেন না। সম্প্রতি সেনা সদর দপ্তরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘যেদিন সরকার বলবে আমাদের কাজ শেষ, সেদিন আমরা সেনানিবাসে ফিরে যাব।’
রাজনীতিতে হস্তক্ষেপ না করার বিষয়ে তার বক্তব্য ছিল, ‘রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, সেনাবাহিনী নয়।’
দেশ ও জাতির স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়ে তিনি বলেন, ‘সরকারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। প্রয়োজনে সাময়িক অসুবিধাও মেনে নেব।’
গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বিশ্বাস করেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো রাজনীতিবিদ রয়েছেন এবং সংকটময় সময়ে তারা সহযোগিতার মনোভাব দেখান।’
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার সম্ভাবনা নিয়েও তিনি আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সমঝোতা এখনও সম্ভব। এটি একটি সংস্কৃতির বিষয় এবং সবার তা বোঝা উচিত। আমি নৈরাশ্যবাদী নই।
thebgbd.com/AR