বায়তুল মোকাররম মসজিদের মহিলা গেটের পাশে ফ্লাডলাইট টাওয়ারের ৬০ ফিট উঁচুতে এক মানসিক ভারসাম্যহীন নারী উঠে বসে আছে।
বুধবার (০১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৫ (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের বায়তুল মোকাররমের মহিলা গেটের কাছে ফ্লাড লাইট টাওয়ারে আনুমানিক ষাট ফিট উঁচুতে এক মানসিক ভারসাম্যহীন মহিলা উঠে বসে আছে, যে কোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
এতে বলা হয়েছে, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ভিকটিমকে উদ্ধার করে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
thebgbd.com/AR