দক্ষিণ কোরিয়া সরকারের সর্বোচ্চ দূর্নীতি তদন্তকারী সংস্থা সিআইও জানিয়েছে, অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ৬ জানুয়ারির মধ্যে কার্যকর করা হবে। অর্থাৎ আগামী পাঁচদিনের মধ্যেই গ্রেপ্তার হবেন ইউন। অপরদিকে ইওলের সমর্থকরা এই গ্রেপ্তার আটকাতে তার বাসভবনের বাইরে অবস্থান নিয়ে সমাবেশ করছেন। সিউল থেকে এএফপি এ খবর জানায়।
৩ ডিসেম্বর সামরিক আইন জারি করায় ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিউলের একটি আদালত। সামরিক আইন জারির মাধ্যমে বেসামরিক শাসন ব্যবস্থা ধ্বংস করার প্রচেষ্টার জন্য দেশটির সংসদ প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং বরখাস্ত করা হয়।
সিআইও প্রধান ওহ ডং-উন বুধবার (১ জানুয়ারি) বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা ৬ জানুয়ারির নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর করা হবে। তিনি সতর্ক করে বলেন, কেউ ইউনকে গ্রেপ্তার করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা নিজেরাই বিচারের মুখোমুখি হতে পারে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যারিকেড স্থাপন এবং লোহার গেট লক করার মতো পদক্ষেপকে সরকারি দায়িত্বের বাধা হিসাবে বিবেচনা করি।
এদিকে ইউনের আইনজীবী দল জারিকৃত গ্রেপ্তার পরোয়ানাকে ‘অবৈধ এবং বেআইনি’ বলে বর্ণনা করেছে এবং এটি বাতিলের জন্য নিষেধাজ্ঞা আবেদন করার প্রতিশ্রুতি দিয়েছেন। বরখাস্তকৃত নেতার সমর্থকরা ওয়ারেন্টকে বাতিল করার জন্য সমাবেশ করছেন।
ইউনের চিফ অফ স্টাফসহ বেশিরভাগ স্টাফ, তার সিনিয়র সচিব এবং বিশেষ উপদেষ্টারা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মোকের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ইউনের গ্রেপ্তারি ঠেকানোর জন্য সমাবেশে অংশ নেওয়ার জন্যই তারা সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন।
সূত্র: এএফপি
এসজেড