ঢাকা | বঙ্গাব্দ

কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ট্রাম্প

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার (৪ জানুয়ারি) কার্টারের নিজ রাজ্য জর্জিয়া থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি ওয়াশিংটন ক্যাথেড্রালে শেষ হবে।
  • অনলাইন ডেস্ক | ০১ জানুয়ারি, ২০২৫
কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ট্রাম্প চার্চে কার্টারের কফিন।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন। ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সুতরাং সেখানে যাবো।’ খবর স্কাই নিউজের।


রোববার (২৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োবৃদ্ধ সাবেক প্রেসিডেন্ট কার্টার মারা গেছেন ১শ বছর বয়সে। ৯ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। কার্টার পরিবারের কারো সঙ্গে তার কথা হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’


ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জিমি কার্টার। ২০২৪ সালের নির্বাচনে তিনি ডাকযোগে ভোটও দিয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, একজন স্বীকৃত ডেমোক্র্যাট হিসেবে তিনি রিপাবলিকান ট্রাম্পের প্রতিপক্ষ, তাই তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে ভোট দিয়েছেন।


কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার (৪ জানুয়ারি) তার নিজ রাজ্য জর্জিয়া থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি ওয়াশিংটন ক্যাথেড্রালে শেষ হবে। নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই তার শেষ সপ্তাহ হিসেবে হোয়াইট হাউসে দায়িত্ব পালন করবেন। ধারণা করা হচ্ছে তিনি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের জীবন ও কর্মের ওপর শুভেচ্ছা বক্তব্য রাখবেন। 


ওয়াশিংটনে ধর্মীয় অনুষ্ঠান শেষে কার্টারের দেহাবশেষ জর্জিয়ায় ফিরিয়ে এনে ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে সমাহিত করা হবে।


এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ছিলেন একজন ‘অসাধারণ রাষ্ট্রনায়ক ও বিশ্ব শান্তির কারিগর’, যিনি মধ্যপ্রাচ্যে একটি সমাধান অর্জনে কাজ করেছেন। আব্বাসকে উদ্ধৃত করে সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ‘আমরা একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ও বিশ্ব শান্তির কারিগরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদানকারী হিসেবে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পক্ষ সমর্থনে অক্লান্ত পরিশ্রম করেছেন।’


সূত্র: এএফপি


এসজেড