ঢাকা | বঙ্গাব্দ

ফের চাকরি হারালেন রুনি

ইংলিশ চ্যাম্পিয়নশিটে টানা ৯ ম্যাচ জয়হীন থাকার ফলে টেবিলের তলানিতে চলে আসার পর পর তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে প্লায়মাওথ আরগাইল।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ জানুয়ারি, ২০২৫
ফের চাকরি হারালেন রুনি ওয়েইন রুনি।

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সেরা তারকাদের একজন ছিলেন ওয়েইন রুনি। কিন্তু খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্য তিনি পেয়েছেন তারে ছিটেফোঁটাও পাচ্ছেন না কোচিংয়ে এসে। ইংলিশ চ্যাম্পিয়নশিটে টানা ৯ ম্যাচ জয়হীন থাকার ফলে টেবিলের তলানিতে চলে আসার পর পর তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে প্লায়মাওথ আরগাইল।

গতবছরের মে মাসে প্লায়মাওথের হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রুনি। এর পর তার অধীনে ২৫টি ম্যাচ খেলে ক্লাবটি। এর মধ্যে মাত্র চারবার জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হন রুনি। রবিবার অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হারের পর সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে রুনির সঙ্গে ক্লাবটির সঙ্গে পথচলা আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ খবরের পর কোচ হিসেবে রুনির ক্যারিয়ার শঙ্কার মুখে পড়তে যাচ্ছে। এ নিয়ে দ্বিতীয়বার ব্যর্থতার দায়ে কোনো ক্লাবের কোচের পদ থেকে সরে গেলেন রুনি। গত মৌসুমে বার্মিংহামের কোচের পদ থেকে সরে যেতে হয় ৩৯ বছর বয়সী এ কিংবদন্তিকে।


thebgbd.com/NIT