বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়ার জন্য গাজা থেকে ৫৫ জন রোগী এবং ৭২ জন স্বাস্থ্যকর্মীকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর এএফপি’র।
এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, এইসব রোগী ক্যান্সার, হৃদরোগ, চোখের সমস্যা, আঘাতজনিত ট্রমা, রক্তের দূষণ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অটোইমিউন এবং চর্মরোগে ভুগছে। এবং তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ফিলিস্তিনের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় দেওয়া সম্ভব নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছে, কম করে হলেও ১২ হাজারেরও এর বেশি রোগীকে অবিলম্বে চিকিৎসার জন্য গাজা থেকে অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন। না হলে এদের বেশিরভাগকেই বাচানো সম্ভব হবে না। এবং তাদের মৃত্যুর দায়ও সকলকেই নিতে হবে।
সূত্র: এএফপি
এসজেড