আগামী মাসে ইউরোর আগে আবারও সেরা ফর্মে ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচে আল ওয়েহদের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এবার আল আকদুদের বিপক্ষেও পেলেন গোলের দেখা।
বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল আকদুদের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। জোড়া গোলে জয়ের নায়ক দলের ক্রোয়েশিয়ান মার্সেলো ব্রোজাভিচ। অন্য গোলটি করেন রোনালদো।
আকদুদের দুই গোলদাতা হাসান আল হাবিব ও স্যাভিয়র গডউইন। প্রতিপক্ষের মাঠে এদিন প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় নাসের। ৭ম মিনিটে গডউইনের করা গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। চলতি লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ সুপারস্টারের এটি ৩৩ তম গোল।
প্রথমার্ধে আধিপত্য দেখালেও আর ব্যবধান বাড়াতে পারেনি লুইস কাস্ত্রের দল। বিরতির পর চাপে থাকা আকদুদ ১০ মিনিটের ব্যবধান দুই গোল শোধ করে দারুণভাবে ম্যাচে ফেরে।
সমতায় শেষ হতে যাওয়া ম্যাচে নাসেরের জয় নিশ্চিত হয়, যোগ করা সময়ে মার্সেলো ব্রোজাভিচের করা দ্বিতীয় গোলে। ৩১ ম্যাচে ২৪ জয়ে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর।