সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, বাংলাদেশে এক হিন্দু নারীকে মুসলিম চরমপন্থীরা আক্রমণ করেছে। এতে আরও বলা হয়, তার ছেলে এক মুসলিম নারীকে রক্ষা করতে গিয়ে এ ঘটনার সূত্রপাত। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শ্যামসুন্দর গ্রামের একটি ঘটনা। সেখানে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে একটি পরিবারে সংঘর্ষের ঘটনা ঘটে।
আসল ঘটনা অনুযায়ী, শঙ্করী ভুঁইয়া নামের এক নারী তার ছেলে শুভঙ্কর ভুঁইয়ার কারণে হামলার শিকার হন। শুভঙ্কর একজন মুসলিম নারী, ফিরোজা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও ফিরোজার বিয়ে ছয় মাস আগে অন্যত্র হয়ে গিয়েছিল, তবে তাদের সম্পর্ক চলমান ছিল। প্রায় এক মাস আগে তারা পালিয়ে যান। এরপর মেয়ের পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে শুভঙ্করের বাড়িতে আক্রমণ চালিয়ে তার মাকে আহত করে।
ভিডিওটি মূলত "বাংলার কথা" নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। সেখানে "অবৈধ সম্পর্কের জেরে মার খেতে হলো ছেলের মাকে" শিরোনামে ২২ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
অর্থাৎ, পশ্চিমবঙ্গের একটি পারিবারিক সংঘর্ষের ঘটনাকে বাংলাদেশের ধর্মীয় সহিংসতার মিথ্যা রূপ দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। এই ভিডিওর দাবিগুলি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
thebgbd.com/NA