বিসিবির সাথে চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল নাজমুল হোসেন শান্তর। তবে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে কিছু গণমাধ্যমে খবর এসেছে যে, টি২০ ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত।
এ বিষয়ে শান্ত জানিয়েছেন, এমন কোনো আলোচনা তিনি বোর্ডের সঙ্গে করেননি। তবে অতীতে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ব্যাপারে তার আগ্রহ ছিল, কিন্তু সে আলোচনাটি আর এগোয়নি। তিনি বলেন, ‘বিসিবি সভাপতি আমার সঙ্গে বসতে চেয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন আমি পজেটিভ আছি কিনা। আমি হ্যাঁ বলেছিলাম।’
এছাড়া, গণমাধ্যমে টি২০ অধিনায়কত্ব ছাড়ার খবর প্রকাশিত হওয়ার পর কিছুটা অবাক হয়েছেন শান্ত। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন, কোন সূত্র থেকে এই খবর ছড়াচ্ছে।
গেল ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত। তার অধিনায়কত্বে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজ জয় করে। সম্প্রতি, ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরির কারণে দল পরিচালনার দায়িত্ব সামলেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
thebgbd.com/NIT