এই শিল্পীর শেষের লাইভ পারফর্মেন্সগুলো অনেকগুলো বিতর্কের জন্ম দেয়। যেমন কনসার্টে মদপানের প্রচার করা, আবার কখনও অতিরিক্ত শব্দদূষণের মতোও অন্যায় করেছেন তিনি।
গেল বছরের শেষদিকে ভারতের বড় বড় শহরগুলোতে শো ছিল দিলজিতের। অবশেষে শেষ হল সেই ট্যুর। এরপর এই গায়কের গন্তব্যে কানাডায়। সেখানে যাওয়ার আগে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন এই গায়ক।
সেই সাক্ষাতের কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্বয়ং মোদি। লিখেছেন, ‘দিলজিতের সঙ্গে সাক্ষাৎ মনে রাখার মতো। খুবই গুণী মানুষ দিলজিৎ। তার শিল্পকলার সঙ্গে যুক্ত এদেশ। যা সমৃদ্ধ করে।’
অন্যদিকে, মোদির সঙ্গে সাক্ষাৎকে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হিসেবে বর্ণনা করেন দিলজিৎ।
গত ১৯ নভেম্বর মুম্বাইয়ে দিলজিতের কনসার্ট আয়োজিত হয়। অন্যান্য জায়গার মতো মুম্বাইতেও এই শো-এর জন্য কড়া বিধি নিষেধ দিয়েছিল প্রশাসন। যার মধ্যে রয়েছে মাদক বিক্রি, মদ্যপান। এমনকি, কনসার্টের আওয়াজের নিয়মও বেঁধে দিয়েছিল প্রশাসন। আর সেই বিধি নিষেধকে কড়া চোখ দেখিয়ে, মঞ্চ থেকেই দিলজিৎ বললেন, ‘আমি একটা জিনিসই শিখেছি। নিজের কাজটা করে যাও। দুনিয়া যদি বিষ দেয়, সেটা চেখে দেখলেও, অন্তরে আসতে দিও না। জীবনে প্রচুর ঝড় আসবে, কিন্তু নিজের অন্তরে সেই ঝড়ের প্রভাব ফেলতে দিও না। তাহলেই বাজিমাত হবে। আর তাই পুরো মুম্বাইয়ে বলতে চাই, বাধা নিষেধ আসুক। আমি দ্বিগুণ মজা দেব আপনাদের।’
thebgbd.com/AR