দক্ষিণ ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) এক মাতাল বন্দুকধারীর গুলিবর্ষণে ১৩ বছরের দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ প্রধান লাজার সিপানোভিক জানিয়েছেন, ৪৫ বছর বয়সি অস্ত্রধারী পরে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। মন্টিনিগ্রো থেকে এএফপি এ খবর জানায়।
সিপানোভিক আরো বলেন, খুনী ঘটনার আগে দিনভর মদ পান করেন। এরপর পানশালায় প্রথমে একজনের সঙ্গে বিবাদে জড়ান। বাড়ি ফিরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে এসে ও্ই পানশালায় থাকা চারজনকে গুলি করে হত্যা করেন। এরপর তিনি আরো তিনটি স্থানে হত্যাযজ্ঞ চালান। তবে পুলিশ প্রধান ঘাতক অস্ত্রধারীর পরিচয় প্রকাশ করেননি।
দক্ষিণ মন্টিনিগ্রোর সিটিনজি শহরের কাছের এক গ্রামে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ১০ জনের মধ্যে ১৩ বছর বয়সি দু’টি শিশু রয়েছে। চারজন এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। তাদের জরুরি চিকিৎসার জন্য রাজধানী পোডগোরিকাতে পাঠানো হয়েছে।
মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ বলেন, অস্ত্রধারী তার নিজ পরিবারের সদস্যদেরও হত্যা করেছে। ১৩ হাজার ৮১২ বর্গ কিলোমিটার আয়তনের ক্রোয়েশিয়ার প্রতিবেশী এই ছোট দেশটিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে তিনদিনের জাতীয় শোক পালিত হবে। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব মিলাটোভিক বলেছেন, এই ঘটনায় তিনি ব্যথিত এবং মর্মাহত।
সূত্র: এএফপি
এসজেড