এবারের বিপিএল শুরুর আগ থেকেই সবচেয়ে বেশি হাঁক-ডাক ছিল ফরচুন বরিশালকে নিয়ে। প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন তামিম ইকবালরা। অন্যদিকে, মাঠের লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে এখন পর্যন্ত রংপুর রাইডার্স। দুই ম্যাচের মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (২ জানুয়ারি) মুখোমুখি হয়েছে এই দুই দল।
টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর
এবারের আসরে রংপুরের প্রথম দুই ম্যাচেই টস জিতেছেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। দুই ম্যাচেই আগে ব্যাটিং করে জিতেছে তারা। কিন্তু বরিশালের বিপক্ষে সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন সোহানরা। মিরপুরে আজ টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।
বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারের আসরেও শুরুটা করেছে দুর্দান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের বুড়ো হারের ভেলকিতে দুর্বার রাজশাহীকে হারিয়ে শুভসূচনা করেছে তামিম ইকবালের দল। তবে এবার বড় পরীক্ষা তাদের সামনে। লিগ টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে লড়তে হবে তাদের। দুই ম্যাচের দুটোতেই জিতেছে তারা।
হাইভোল্টেজ লড়াইয়ের আগে একাদশে তিনটি পরিবর্তন এনেছে রংপুর। রনি তালুকদারের বদলে তৌফিক খানকে দলে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলরের বদলি হিসেবে নেয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। বোলিংয়ে রাকিবুল হাসানের বদলি হিসেবে পাকিস্তানি পেসার আকিফ জাভেদকে নিয়েছে দলটি।
বরিশালের একাদশে অবশ্য কেবল একটি পরিবর্তন। রিপন মন্ডলকে বাদ দিয়ে একজন অতিরিক্ত ব্যাটার নিয়েছে তারা। আর তিনি হলেন পারভেজ হোসেন ইমন।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম, ইকবাল হোসেন ইমন।
রংপুর একাদশ: অ্যালেক্স হেলস, তৌফিক খান, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান, শেখ মাহেদী, আজিজুল হক তামিম, কামরুল ইসলাম, নাহিদ রানা, আকিফ জাভেদ।
thebgbd.com/NIT