বিমান দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার কোম্পানির বোয়িং ৭৩৭-৮০০ বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হওয়ার ঘটনার তদন্তের জন্য বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুয়ান বিমানবন্দর এবং জেজু এয়ার অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। রাজধানী সিউল থেকে এএফপি এ খবর জানায়।
এএফপিকে পাঠানো দক্ষিণ কোরিয়ার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ২ জানুয়ারি সকাল ৯টা থেকে মুয়ান, সিউলের জেজু এয়ার অফিস এবং একটি আঞ্চলিক বিমান চলাচল অফিসসহ তিনটি স্থানে পুলিশের তল্লাশি অভিযান চলেছে যা ২৯ ডিসেম্বর ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত। তবে তারা ঠিক কী বিষয়ে তদন্ত করছে এবং এইসব তল্লাশিতে কিছু পাওয়া গেছে কি না সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর জরুরি অবতরণের সময়ে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানের ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড