দর্শক সমর্থনের দিক দিয়ে বারবরই বিপিএলের চ্যাম্পিয়ন বরিশাল। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বরিশালের দর্শকরা। উদ্বোধনী ম্যাচের মতোই আজকের (২ জানুয়ারি) ম্যাচেও বরিশাল সসমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নিজেদের দর্শকদের হতাশ করেছেন তামিম ইকবালরা। রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৪ রানে অলআউট হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ব্যাটিংয়ে নেমে বরিশালের দুই ওপেনার শুরুতে ভালো কিছুর আভাস দেন। নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল মিলে প্রথম ৩ ওভারে ২৫ রান করেন। তবে এরপর হঠাৎ করেই পতন শুরু হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শান্তকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন শেখ মেহেদী। তবে শান্তর বিদায়ের পরেও ওই ওভারে ৩ বাউন্ডারিতে ১৩ রান নেন তামিম।
পঞ্চম ওভারে বরিশালের পতনের সূচনা করেন আকিফ জাভেদ। ফর্মে থাকা তাওহীদ হৃদয়কে কেবল ৪ রানে সাজঘরের পথ ধরান পাকিস্তানের এই পেসার। পরের ওভারে তামিম ইকবালকে বোল্ড করেন নাহিদ রানা।
পাওয়ারপ্লের পর মুশফিকুর রহিমকে নিয়ে ৩১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন কাইল মেয়ার্স। তবে মাত্র ৩ বলের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে আবারও চাপে পড়ে যায় বরিশাল। গত ম্যাচের দুই নায়ক ফাহিম আশরাফ এবং মাহমুদউল্লাহ রিয়াদও কিছুই করতে পারেননি। মাত্র ১ রান করে আউট হয়েছেন ফাহিম। ১০ রান করে রিয়াদ আউট হন দলীয় ৮৭ রানে।
thebgbd.com/NIT