গতকাল বৃহস্পতিবার দিনভর ঘন কুয়াশায় ঢাকা এবং দেশের অধিকাংশ এলাকায় সূর্যের দেখা মেলেনি, যার ফলে স্বাভাবিকের চেয়ে বেশি তীব্র শীত অনুভূত হয়েছে। ঘন কুয়াশা, উত্তরের শীতল বাতাস এবং দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, এটি শৈত্যপ্রবাহ না হলেও শৈত্যপ্রবাহের মতোই শীত অনুভূত হচ্ছে, যাকে ‘কোল্ড ডে কন্ডিশন’ বলা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই কম পার্থক্যের কারণেই তীব্র শীত অনুভূত হয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলেও একই ধরনের পরিস্থিতি ছিল। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সবচেয়ে কম। পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, ঘন কুয়াশা, শীতল বাতাস, জলীয় বাষ্পের অভাব এবং ঊর্ধ্বাকাশের জেট স্ট্রিমের প্রভাব ঠাণ্ডার মাত্রা বৃদ্ধি করেছে। আগামী শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ৯ জানুয়ারির পরে তাপমাত্রা আরও কমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
thebgbd.com/NIT