ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারি, ২০২৫
সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইউপি চেয়ারম্যান উপজেলার কান্দিগাঁও (নোয়াগাঁও) গ্রামের মৃত আছকির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে।

এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে তিন মাসের সাঁজা রয়েছে।

ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে থানার উপপরিদর্শক নূর মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

thebgbd.com/NIT