টানা ফর্মহীনতায় ভুগতে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মা বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে খেলছেন না। তার না খেলার বিষয়ে একাধিক ব্যাখ্যা শোনা গেছে। কেউ বলেছেন, রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। আবার কেউ বলছেন বাদ দেওয়া হয়েছে। রোহিত নিজে সরে দাঁড়িয়েছেন বলেও শোনা গেছে। কিন্তু কোনটা সত্যি? এবার নিজেই মুখ খুললেন রোহিত শর্মা।
সর্বশেষ ৬ ইনিংসে মাত্র ৬৫ রান করা রোহিতের ফর্ম নিয়ে গত কয়েক দিন ধরে ব্যাপক সমালোচনা হয়েছে। অধিনায়ক কোটায় খেলে যাচ্ছেন -এমন কথাও উঠেছে। এরপরই জানা যায়, তিনি সিডনিতে খেলছেন না। সিডনি টেস্টের টসের সময় রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রিত বুমরা জানিয়েছিলেন, রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে রোহিতের দাবি, তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।
আজ শনিবার সিডনি টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির সময় সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টসকে রোহিত বলেন, ‘আমি সরে দাঁড়িয়েছি। এখানে আমি একটা কথা বলব, আর বাইরের মানুষ সেটা ৫০ রকম ব্যাখ্যা করবে। আমার সঙ্গে কোচ ও নির্বাচকের যে কথা হয়েছে, সেটা একদম সোজা সাপটা। আমার ব্যাটে এই মুহূর্তে রান নেই। আর ম্যাচটা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন ফর্মে থাকা খেলোয়াড় দরকার।’
নির্বাচকদের সঙ্গে আলোচনা রোহিত আরও বলেছেন, ‘আমাদের ব্যাটিং লাইন-আপ রানের মধ্যে নেই যে একজন ফর্মে না থাকা খেলোয়াড়কে বহন করে যাবে। আমার মনে হয়েছে কোচ ও নির্বাচকদের আমারই বলা উচিত। তারা আমার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। নির্বাচকেরা আমাকে বলেছেন’ “তুমি এত বছর ধরে খেলছ, কী করছ সেটার বড় বিচারক তুমি নিজেই’’।’
thebgbd.com/NIT