ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়া সফরে ফরাসী ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আহমেদ আল-শারার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে জ্যঁ নোয়েল বারোত এবং আনালেনা বেয়ারবক আলোচনায় বসবেন।
  • অনলাইন ডেস্ক | ০৪ জানুয়ারি, ২০২৫
সিরিয়া সফরে ফরাসী ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আল-শারার সঙ্গে আনালেনা বেয়ারবক ও জ্যঁ নোয়েল বারোত।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোত এক সরকারি সফরে শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন। আসাদ সরকারের পতনের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া আগমন হচ্ছে প্রথম কোনো পশ্চিমা শীর্ষ কর্মকর্তার সিরিয়া সফর। দামেস্ক থেকে এএফপি’র খবরে এ কথা বলা হয়।


আর ফরাসী মন্ত্রীর দামেস্ক পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যে সেখানে এসেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। বার্লিনের সূত্র মতে-দামেস্কে সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে জ্যঁ নোয়েল বারোত এবং আনালেনা বেয়ারবক আলোচনায় বসবেন। ডিসেম্বরের আসাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইসলামপন্থী এই আহমেদ আল-শারা। 


অপরদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, কার্যকর রাষ্ট্র হিসাবে সিরিয়ার প্রত্যাবর্তনে জার্মানি দেশটিকে সহায়তা করতে চায়। শুক্রবার দামেস্ক সফরের আগ মুহূর্তে বার্লিনে এক বিবৃতিতে আনালেনা বেয়ারবকের এ কথা বলেন। সিরিয়ার ইসলামপন্থী হায়াত তাহরির আল-শামস যারা আসাদ সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। তাদের নিয়ে সন্দিগ্ধ হওয়া সত্ত্বেও আনালেনা বেয়ারবক বলেন, সিরিয়ার সাধারন মানুষকে সহায়তা করার এই সুযোগ হাতছাড়া করা আমাদের উচিৎ হবে না।


সূত্র: এএফপি


এসজেড