ঢাকা | বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের ভিসা পেলেন আমির

আয়ারল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দল গত মঙ্গলবার (৭ মে) দেশ ছাড়লেও একা যেতে পারেননি মোহাম্মদ আমির।
  • | ১০ মে, ২০২৪
আয়ারল্যান্ডের ভিসা পেলেন আমির মোহাম্মদ আমির

আয়ারল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দল গত মঙ্গলবার (৭ মে) দেশ ছাড়লেও একা যেতে পারেননি মোহাম্মদ আমির। ভিসা জটিলতায় আটকে গিয়েছিলেন তারকা এই পেসার। তবে অবশেষে ভিসা পেয়েছেন আমির।


বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি মাসে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। স্বল্প সময়ের সফরে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ খেলবে বাবর আজমের দল। ১০মে সিরিজের প্রথম ম্যাচ। 

 

প্রথম ম্যাচের তিন দিন আগে পাকিস্তান ছেড়েছে দল। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা হলেও ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যাওয়া হয়নি আমিরের। তবে শেষমেশ ভিসা পেয়েছেন তিনি। ভিসা হাতে পাওয়ার পর সম্ভাব্য প্রথম ফ্লাইটেই ডাবলিনের উদ্দেশে রওনা দেওয়ার কথা তার। কিন্তু প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা ক্ষীণ।


ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির। তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে আইরিশ দূতাবাসে ভিসার জন্য আবারও কাগজপত্র জমা দেন আমির।

 

এই সিরিজের আগে ভিসা নিয়ে ঝামেলায় পড়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও। তবে শেষ পর্যন্ত ভিসা নিশ্চিত হয়ে যাওয়ায় দলের সঙ্গেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিতে পেরেছেন তিনি।


আগামী ১০, ১২ ও ১৪ মে পাকিস্তানকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে আয়ারল্যান্ড।