ঢাকা | বঙ্গাব্দ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় ২৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারি, ২০২৫
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু ছবি : সংগৃহীত।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় ২৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।


শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের দারুল সালাম মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।


পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. আকিব উদ্দিন বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।


উদ্যোগটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন বলেন, এই এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে নামাজ পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে ২৫ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।


সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেক গ্রামে নেওয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত মুছে যাবে।


মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস, আয়োজন কমিটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন প্রমুখ।


thebgbd.com/NA