ইসলামে প্রতিবেশীর প্রতি সদাচরণ এবং তাদের হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন ও হাদিসে প্রতিবেশীর অধিকারের প্রতি জোর দেওয়া হয়েছে এবং মুসলমানদের তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
কোরআনে প্রতিবেশীর হক
আল্লাহ তাআলা কোরআনে বলেন, "আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে কাউকে শরিক করো না। আর মাতা-পিতার প্রতি সদাচরণ কর, আত্মীয়স্বজন, এতিম ও মিসকিন এবং নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, পাশে বসবাসকারী, পথচারী এবং তোমাদের মালিকানাধীন দাসদের প্রতি (সদাচরণ করো)। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।"
(সূরা আন-নিসা: ৩৬)
এই আয়াত থেকে বোঝা যায়, ইসলামে প্রতিবেশীদের সাথে সদাচরণ করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশী উভয়ের অধিকার আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
হাদিসে প্রতিবেশীর হক
১. প্রতিবেশীর অধিকার রক্ষা করা ঈমানের নিদর্শন: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর প্রতি সদাচরণ করে।" (সহিহ বুখারি: ৬০১৮; সহিহ মুসলিম: ৪৭)
২. প্রতিবেশীর ক্ষতি না করা: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "আল্লাহর কসম! সে ব্যক্তি মুমিন হতে পারে না।" সাহাবারা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসূল, কে মুমিন নয়?’ তিনি বললেন, ‘যে তার প্রতিবেশীকে তার অনিষ্ট থেকে নিরাপদ রাখতে পারে না।’ (সহিহ বুখারি: ৬০৭২)
৩. প্রতিবেশীর ক্ষুধা মেটানো: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে আমার অনুসারী হতে পারে না।"
(মুসনাদে আহমাদ: ১৪৪৩৫)
৪. জিবরাইল (আ.) প্রতিবেশীর অধিকার নিয়ে বারবার স্মরণ করাতেন: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাগিদ দিয়েছেন যে, আমি ধারণা করেছিলাম, তিনি তাদের উত্তরাধিকারী হিসেবে অন্তর্ভুক্ত করবেন।" (সহিহ বুখারি: ৬০১৫; সহিহ মুসলিম: ৪৭)
ইসলামে প্রতিবেশীর হক আদায়ের গুরুত্ব
ইসলাম প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের প্রতি জোর দেয়। তারা মুসলিম হোক বা অমুসলিম, প্রত্যেকের প্রতি সদাচরণ করা ইসলামের শিষ্টাচারের অংশ। প্রতিবেশীর হক আদায়ের মাধ্যমে সমাজে শান্তি, সহমর্মিতা এবং মানবতার বিকাশ ঘটে।
আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীদের হক আদায় করার তাওফিক দান করুন। আমিন।
thebgbd.com/NIT