ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

রাশিয়া অধিকৃত গোরলিভকা শহরে গোলা বর্ষণের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে তাদের গাড়িটি ড্রোন হামলার শিকার হয়।
  • অনলাইন ডেস্ক | ০৫ জানুয়ারি, ২০২৫
ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত নিহত রুশ সাংবাদিক।

রুশ অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ইউক্রেনের ‘কামিকাজি’ ড্রোন হামলায় নিহত হয়েছেন রাশিয়ার ইজভেস্তিয়া পত্রিকার এক সাংবাদিক। খবর আরটি নিউজের।


রাশিয়ার ‘রিয়া’ সংবাদ সংস্থা জানিয়েছে, ইজভেস্তিয়া পত্রিকার সাংবাদিক আলেক্সজান্ডার মার্টিমাইনভ এবং তার সহকর্মীরা রাশিয়া অধিকৃত গোরলিভকা শহরে গোলা বর্ষণের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে তাদের গাড়িটি ড্রোন হামলার শিকার হয়। 


সংবাদ সংস্থা আরো জানিয়েছে, হামলায় ‘রিয়া’র এক সাংবাদিক এবং অন্যান্য গণমাধ্যমের চার সাংবাদিক আহত হন। ইজভেস্তিয়া জানিয়েছে, ‘ওই সাংবাদিক যে গাড়িতে ছিলেন সেটি ড্রোন হামলায় বিধ্বস্ত হলে মার্টিমাইনভ গুরুতর আহত হয়ে মারা যান।’


এদিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, ইউক্রেন সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১৫ সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজে বলেছে, তারা সাংবাদিকদের মৃত্যুর কারণ তদন্ত করছে। পত্রিকাটি আরও জানিয়েছে, রনাঙ্গনে যোদ্ধাদের সংবাদ সংগ্রহে নিয়োজিত ইজভেস্তিয়া পত্রিকার আরেক সাংবাদিক সিমন এরিমিন গত বছর ইউক্রেনের ড্রোন হামলায় মারা যান। 


সূত্র: আরটি


এসজেড