ঢাকা | বঙ্গাব্দ

আজহারীর আগমন উপলক্ষ্যে প্রস্তুত হচ্ছে ৮ মাঠ

পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে আটটি মাঠ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ জানুয়ারি, ২০২৫
আজহারীর আগমন উপলক্ষ্যে প্রস্তুত হচ্ছে ৮ মাঠ সংগৃহীত

আগামী ২৫ জানুয়ারি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ মাহফিলের আয়োজন করছে পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।  




রোববার (৫ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ানসহ সংগঠনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ পরিদর্শন করেছেন।  



আয়োজকরা জানান, মাহফিলকে কেন্দ্র করে শহরে ৫ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। ইতিমধ্যে শ্রোতাদের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ, ডিসি বাংলো পার্ক, লতিফ স্কুল মাঠ, আক্কেল আলী কলেজ মাঠ, সোনালী ব্যাংক সংলগ্ন মাঠসহ মোট আটটি মাঠ প্রস্তুত করা হচ্ছে। যার মধ্যে দুটি মাঠ শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত থাকবে। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ৩০টি এলইডি প্রজেক্টর স্থাপন করা হবে।


thebgbd.com/AR