প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার। তাপপ্রবাহের কারণে বাড়ছে ভিক্টোরিয়া প্রদেশে দাবানলের আশঙ্কাও। ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’-এর মতো পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার নানা জায়গায় প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞাও জারি করছে প্রশাসন।
দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিভিন্ন অঞ্চলে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার মেলবোর্নের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল সাড়ে ১০টাতেই উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ার মিলদুরায় পারদ ছুঁয়েছে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনে সেখানে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ উঠতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
সাধারণত, জানুয়ারির প্রথম দিকে তাপমাত্রা এত বেশি হয় না এ দেশে। তাই আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কতটা বাড়তে পারে, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞেরা। এর সঙ্গে রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। এখনও পর্যন্ত ব্যাপক তাপপ্রবাহের কবলে পড়েছে নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়া-সহ পশ্চিম অস্ট্রেলিয়ার একাধিক প্রদেশ।
এই তীব্র গরমে যাতে দাবানলের পরিস্থিতি তৈরি না হয়, তাই আগাম সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। ডিসেম্বরেই ভিক্টোরিয়ার গ্রামপিয়ান্স জাতীয় উদ্যানে দাবানল ছড়িয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, ছাউনি। বহু এলাকা খালি করে সেখানকার বাসিন্দাদের অস্থায়ী আশ্রয়ে রাখতে হয়। কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। পরিস্থিতির অবনতি যাতে না হয়, তাই আগামী কয়েক দিন প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। রাত থেকে অবশ্য ঠান্ডা হাওয়ার পূর্বাভাস রয়েছে। সে ক্ষেত্রে দাবানলের আশঙ্কা কিছুটা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
সূত্র: সিডনি টাইমস
এসজেড