চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকের দায়িত্বে শাকিব খান। বেশ আয়োজন করেই রূপালি পর্দার এই নায়ক নাম লিখিয়েছেন ক্রিকেটের সঙ্গে। তবে তার শুরু ছিল হতাশার। প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পাননি এই মেগা স্টার। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখেছে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা।
সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ সোমবার নতুন খেলোয়াড় দলে যুক্ত করেছে ঢাকা। দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভেড়াল তারা। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিতই ছিলেন মোসাদ্দেক।
তবে নিজেদের দলে পরিবর্তনের লক্ষ্যে দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। গত তিন ম্যাচেই সমালোচিত হয়েছিল ঢাকার স্কোয়াড সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত। বিদেশি ক্রিকেটারদের নিয়েও ভক্তদের মাঝে ছিল অসন্তোষ। ঢাকার ফ্র্যাঞ্চাইজিও মরিয়া নিজেদের ভাগ্য ফেরাতে। সেই কারণেই অবিক্রিত থাকা মোসাদ্দেকের দিকে হাত বাড়াল তারা।
এর আগে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন দলের মেন্টর সাঈদ আজমল। একসময় ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সাবেক এই পাকিস্তানি স্পিনারের আগমন নিশ্চিতভাবেই বাড়তি প্রেরণা দেবে ঢাকাকে।
thebgbd.com/AR