ঢাকা | বঙ্গাব্দ

কাতারে পৌঁছেছেন সিরিয়ার মন্ত্রী

অন্যান্য আরব দেশের মতো কাতার কখনোই আসাদের অধীনে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি।
  • অনলাইন ডেস্ক | ০৬ জানুয়ারি, ২০২৫
কাতারে পৌঁছেছেন সিরিয়ার মন্ত্রী মন্ত্রীরা রোববার সকালে কাতারে পৌঁছেছেন।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার অন্তর্র্বর্তী সরকারের দুই মন্ত্রী উপসাগরীয় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমুহে প্রথম সফরের অংশ হিসেবে রোববার সকালে কাতারে পৌঁছেছেন। সংবাদ সংস্থা সানা’র খবর। 


এক প্রতিবেদনে সানা জানিয়েছে, অন্তর্র্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির নেতৃত্বে এই সফরে আরও আছেন প্রতিরক্ষা মন্ত্রী মরহাফ আবু কাসরা ও গোয়েন্দা বিভাগের নতুন প্রধান আনাস খাত্তাব। এতে আরো বলা হয়, প্রতিনিধিদল কাতারের কর্মকর্তাদের সঙ্গে ‘দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করবে।’


অন্যান্য আরব দেশের মতো কাতার কখনোই আসাদের অধীনে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেনি। মাত্র ১২ দিনের  বিদ্রোহে আসাদের পতন হয়। বিদ্রোহীরা প্রধান শহরগুলো দ্রুত দখল করে নেয় এবং এরপর ডিসেম্বর মাসে রাজধানী দামেস্কের পতন হয়। 


শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ বিবৃতিতে শাইবানি বলেন, তিনি আগামী দিনগুলোতে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সফর করবেন। তুরস্কের পর কাতারই ছিল দ্বিতীয় দেশ, আসাদের পতনের পর যেটি সিরিয়ার রাজধানীতে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে।


সূত্র: আল জাজিরা


এসজেড