ঢাকা | বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হোসেন সোহান।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ জানুয়ারি, ২০২৫
টস জিতে ফিল্ডিংয়ে রংপুর সংগৃহীত

এবার চায়ের দেশ সিলেটে টি-টোয়েন্টি উৎসব। সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে ব্যাট করতে নামছে সিলেট। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হোসেন সোহান।


সোমবার (৬ জানুয়ারি) লাক্কাতুরায় সিলেট পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে। ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলা সিলেটের সামনে সুযোগ নিজেদের মাঠে দর্শকের সমর্থন কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করার।


তবে কাজটা সহজ হবে না তাদের জন্য। টানা তিন ম্যাচ জেতা রংপুর রীতিমতো উড়ছে। 


থার্টি ফার্স্ট নাইটের হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে ৩৪ রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যুও এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেটপ্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট-রংপুর লড়াই।


এ ম্যাচে বড় আকর্ষণ লোকাল বয় জাকের আলী অনিক। বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজে শেষ সফরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। ঘরের মাঠে দর্শকরা আজ তার ব্যাটে ঝড় দেখতে চাইবেন তা বলাই যায়। 


thebgbd.com/NIT