শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার শেষ সরকারি সফরের অংশ হিসেবে সঙ্কট কবলিত দক্ষিণ কোরীয় নেতাদের সঙ্গে সে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয় নিয়ে আলোচনা করেছেন। এমনকি টোকিও-সিউলের সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও জাপানকে স্থিতিশীলতায় উৎসাহিত করার পরামর্শ দেওয়ারও আহ্বান জানিয়েছেন।
সিওল পৌঁঁছেই তিনি দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মকের সঙ্গে আলোচনা করেছেন। এক সপ্তাহেরও বেশি সময় চোই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বর্তমানে বিশেস যে কয়জন মার্কিননীতিপন্থি রাজনীতিবিদ আছে, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল তাদের মধ্যে অন্যতম। পাশাপাশি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ফলে ইওলের আচমকা সামরিক আইন জারির সিদ্ধান্ত তার দেশের রাজনৈতিক নেতা বা বিশ্বের চাইতে মার্কিন প্রশাসনকে অবাক করেছে বেশি।
যে হোটেলে ব্লিকেন অবস্থান করছেন তার লবি থেকে ভোর হওয়ার আগেই কৌতুহলী জনতার প্রতিবাদ শোনা যাচ্ছিল। জনতা তুষারে ঢাকা রাজধানীতে রক্ষণশীল প্রেসিডেন্টের সমর্থনে বা বিরুদ্ধে সমাবেশ করছে। রাস্তায় বিক্ষোভ এবং সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলের প্রবল বিক্ষোভে পার্লামেন্টের ভোটাভুটিতে ইওল দ্রুত পিছিয়ে গেলেও সঙ্কট কিন্তু এখনো শেষ হয়নি।
সফররত মার্কিন লিয়াজোঁ কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সফরসূচিতে ইওলের সঙ্গে সাক্ষাতের কোনও সূচি রাখা হয়নি বা এমন কোনও সম্ভাবনাও নেই। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে ইওল সম্পর্কে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।
সূত্র: সিএনএন
এসজেড