ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে লন্ডন রওনা হবেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ জানুয়ারি, ২০২৫
বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের ছবি : সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে লন্ডন রওনা হবেন। রাত ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা।


লন্ডনে পৌঁছানোর পর তিনি ঐতিহ্যবাহী "লন্ডন ক্লিনিক"-এ ভর্তি হবেন। এটি এনএইচএসের অধীনে একটি অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টার। তার চিকিৎসা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা এবং কোভিড-পরবর্তী জটিলতা নিরসনের জন্য বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন।


ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের চারজন চিকিৎসক এবং ঢাকা থেকে ছয় সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা থাকবেন। খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এবং ব্যক্তিগত কর্মকর্তারা। দীর্ঘ ছয় বছরের বেশি সময় পর তারেক রহমানের সঙ্গে তার মায়ের সাক্ষাৎ হবে।


বিএনপি চেয়ারপারসন ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা এই মুহূর্তে তার চিকিৎসার গুরুত্ব ও সম্ভাব্য ফলাফলের ওপর জোর দিয়েছেন। লন্ডনের চিকিৎসকরা যদি জনস হপকিনস ইউনিভার্সিটি হাসপাতালে যাওয়ার সুপারিশ করেন, তবে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।


বেগম খালেদা জিয়া সুস্থ হলে সৌদি আরবে ওমরাহ পালন করতে চান বলে জানা গেছে। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বেগম জিয়ার চিকিৎসাজনিত সফর এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দেশবাসী তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং বিএনপির নেতাকর্মীরা তার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।


thebgbd.com/NA