উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড় কনকনে শীতের দাপটে বিপর্যস্ত। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ভোর ৬টায়ও রেকর্ড করা হয়। গতকাল (৬ জানুয়ারি) একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ আরও বেড়েছে। শীতজনিত রোগের প্রকোপ বাড়তে থাকায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভিড় করছেন রোগীরা। বিশেষত শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৬৬ জন শিশুর বেশিরভাগই শীতজনিত সর্দি, জ্বর, কাঁশি, ডায়রিয়া এবং শ্বাসকষ্টে আক্রান্ত।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন শিশুদের শীতে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। হাসপাতালের তথ্যমতে, গত ডিসেম্বর মাসে সাড়ে ৪০০ রোগী ডায়রিয়ার চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। শীতের প্রকোপ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
জেলার মানুষ শীত থেকে বাঁচতে উষ্ণ পোশাকের আশ্রয় নিচ্ছেন, তবে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণের দাবি তুলছেন স্থানীয়রা।
thebgbd.com/NA