ঢাকা | বঙ্গাব্দ

স্বামী-ছয় সন্তান ছেড়ে ভিখারির পালালেন গৃহবধূ

বড় কন্যা খুশবুকে বলেন বাজারে যাচ্ছেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও না ফেরায় বড় কন্যা বাবাকে ফোন করে জানান।
  • অনলাইন ডেস্ক | ০৭ জানুয়ারি, ২০২৫
স্বামী-ছয় সন্তান ছেড়ে ভিখারির পালালেন গৃহবধূ ভিখারির সঙ্গে প্রেম!

ভিখারির সঙ্গে প্রেম! আর সেই প্রেমের টানেই স্বামী এবং ছয় সন্তানকে ছেড়ে ভিখারির হাত ধরে পালালেন এক গৃহবধূ। ঘটনাটি উত্তরপ্রদেশের হরদোইয়ের। মহিলার স্বামী ওই ভিখারির বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ করে একটি মামলা দায়ের করেছেন। ভিখারির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


হরদোইয়ের হরপালপুরে স্ত্রী রাজেশ্বরী এবং ছয় সন্তানকে নিয়ে থাকতেন রাজু। ওই এলাকাতেই নানহে পণ্ডিত নামে এক ভিখারি মাঝেমধ্যেই আসতেন। রাজুর দাবি, প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পারেন, ভিক্ষার উসিলায় প্রতিবেশিদের অনেকেই ভিখারির সঙ্গে তার স্ত্রীকে কথা বলতে দেখেছেন। ফোনেও দু’জনের মধ্যে কথা হত বলে জানতে পারেন রাজু। তবে নানহের সঙ্গে রাজেশ্বরীর যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তিনি।


অভিযোগপত্রে রাজু জানিয়েছেন, ৩ জানুয়ারি বড় কন্যা খুশবুকে স্ত্রী বলেন তিনি বাজারে যাচ্ছেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও রাজেশ্বরী না ফেরায় বড় কন্যা বাবাকে ফোন করে। বাড়ি ফিরে স্ত্রীকে খোঁজা শুরু করেন রাজু। কিন্তু কোথাও খুঁজে পাননি। রাজুর দাবি, মোষ বিক্রির অর্থও বাড়ি থেকে উধাও। তার সন্দেহ, ভিখারির সঙ্গেই স্ত্রী পালিয়েছেন। আর সেই সন্দেহে ভিখারির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন রাজু।


সূত্র: এনডিটিভি


এসজেড