ঢাকা | বঙ্গাব্দ

প্লাবিত খনিতে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে

আসাম রাজ্যের ডিমা হাসাও অঞ্চলে সোমবার সকালে কমপক্ষে ২৭ জন শ্রমিক খনিতে প্রবেশ করে।
  • অনলাইন ডেস্ক | ০৭ জানুয়ারি, ২০২৫
প্লাবিত খনিতে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে চেষ্টা চালাচ্ছে দলগুলো।

সোমবার পানিতে প্লাবিত হওয়া ভূগর্ভে আটকে পড়া কয়লা খনি শ্রমিকদের কাছে পৌঁছাতে সামরিক ডুবুরিসহ ভারতীয় অনুসন্ধান দলগুলো মঙ্গলবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের গুয়াহাটি থেকে এএফপি জানায়, খনিটিতে নয়জন লোক আটকা পড়েছে। অনুসন্ধান দলের সদস্যরা তিনটি লাশের সন্ধান পেয়েছে।


স্থানীয়রা জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডিমা হাসাও অঞ্চলে সোমবার সকালে কমপক্ষে ২৭ জন শ্রমিক খনিতে প্রবেশ করে। রাজ্য সরকারের মন্ত্রী কৌশিক রাই এএফপিকে বলেন, আটকে পড়া লোকদের কাছে পৌঁছানোর জন্য সেনাসহ শতাধিক উদ্ধারকর্মী কাজ করছে।


সূত্র: এনডিটিভি


এসজেড