মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাধা প্রদানকারীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের আখতার বেপারী ছেলে ঈমাম বেপারী (৪০), তার ভাতিজা তাহা বেপারী (২২) ও শুভ বেপারী (২১)।
স্থানীয়রা জানায়, উত্তর রমজানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই এলাকার মাসুদ বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। তাদের এ সম্পর্কে বাধা দেন ঈমাম বেপারীসহ স্থানীয় কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ ও প্রবাসীর স্ত্রী এক হয়ে ঈমামকে কুপিয়ে জখম করেন। এসময় ঈমামের গোপনাঙ্গ কেটে ফেলা হয়। এছাড়া ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন।
চট্টগ্রামে কেজিতে ১৫ টাকা বাড়ল পেঁয়াজের দামচট্টগ্রামে কেজিতে ১৫ টাকা বাড়ল পেঁয়াজের দাম
অপরদিকে, এলাকাবাসী তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় ইমাম বেপারী বাদী হয়ে কালকিনি থানায় রাতে একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত ঈমাম বেপারী বলেন, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ বেপারী দীর্ঘদিন ধরে পরকীয়া চালিয়ে যাচ্ছে। বিষয়টি আমাদের পুরো গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়। মাসুদ আমাদের গ্রামটাকে নষ্ট করতেছে সুদের ব্যবসা ও পরকীয়া করে। আমি তাকে বারণ করলে আমাকে দা দিয়ে কুপিয়ে আমার গোপনাঙ্গ কেটে ফেলেছে। আমাদের ভাতিজাদের কুপিয়ে জখম করেছে। আমি মাসুদের বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত মাসুদ বেপারী বলেন, ‘আমাকেও ঈমাম বেপারী মারধর করেছে।সেসময় কি হয়েছে বলতে পারি না। আমাকে ফাঁসানো হচ্ছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ইমাম বেপারীর একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
thebgbd.com/NIT