ঢাকা | বঙ্গাব্দ

‘কামড়ে দেব না’, সিনেটরের স্বামীকে কমলা

ব্রুস মুখে ধন্যবাদ বললেও করমর্দনে আগ্রহ দেখাননি। যা দেখে বিস্মিত কমলা বলেন, ‘আচ্ছা ঠিক আছে। কামড়ে দেব না।’
  • অনলাইন ডেস্ক | ০৮ জানুয়ারি, ২০২৫
‘কামড়ে দেব না’, সিনেটরের স্বামীকে কমলা করমর্দন করতে যাওয়ার সেই ছবি।

আর মাত্র কয়েকদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কমলা হ্যারিসের সঙ্গে করমর্দন করলেন না এক রিপাবলিকান সিনেটরের স্বামী! যা দেখে বিস্মিত কমলার প্রতিক্রিয়া, ‘কামড়ে দেব না।’


৩ জানুয়ারি ছিল বার্ষিক শপথগ্রহণের অনুষ্ঠান। প্রতিটি কংগ্রেসনাল সেশনের শুরুতে নতুন সিনেটররা শপথ নেন। সেখানে সিনেটের প্রেসিডেন্ট হিসেবে এখন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকা কমলা হ্যারিসের নেতৃত্বেই শপথ নেওয়া হয়। রিপাবলিকান সিনেটর ডেব ফিশচারকে অভিনন্দন জানিয়ে কমলা হ্যারিস বলেন, ‘অনেক ধন্যবাদ। খুব ভালো কাজ করেছেন।’ এরপর ডেবের স্বামী ব্রুসের কাছে জানতে চান, ‘আমি কি আপনাকে অভিনন্দন জানাতে পারি?’ সেই সঙ্গে বাড়িয়ে দেন হাত। ব্রুস মুখে ধন্যবাদ বললেও করমর্দনে আগ্রহ দেখাননি। যা দেখে বিস্মিত কমলা বলেন, ‘আচ্ছা ঠিক আছে। কামড়ে দেব না। কামড়াব না, ভয় নেই।’


ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। যা দেখিয়ে ট্রাম্প-বিরোধীরা বলতে শুরু করেছেন, এটাই যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসনের আসল চেহারা। খোঁচা দেওয়া হয়েছে এমএজিএ নিয়েও। এমএজিএ অর্থাৎ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। বলা হচ্ছে, এই ভাবে কি আমেরিকাকে মহান বানানো যাবে? সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।


সূত্র: সিএনএন


এসজেড