ঢাকা | বঙ্গাব্দ

৩৪ বন্দিকে ছাড়তে রাজি হামাস

মুক্তি পেতে চলা বন্দিদের মধ্যে রয়েছেন মহিলা, বয়স্ক এবং অসুস্থরা। ইসরায়েলের দেওয়া তালিকা থেকে তাদের বেছে নিয়েছে হামাস।
  • অনলাইন ডেস্ক | ০৮ জানুয়ারি, ২০২৫
৩৪ বন্দিকে ছাড়তে রাজি হামাস বেঞ্জামিন নেতানিয়াহু

১৫ মাস পেরিয়ে গেছে যুদ্ধের। হামাস নিধনে গাজায় রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইসরায়েল। এখনও থামেনি লড়াই। এতদিন হামাসকে বলতে শোনা গেছে, লড়াই না থামা পর্যন্ত কোনও বন্দিকে ছাড়তে রাজি নয় তারা। কিন্তু এবার সুরবদল তাদের। তারা জানিয়েছে, ৩৪ জন বন্দিকে ছাড়তে চলেছে তারা। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, মুক্তি পেতে চলা বন্দিদের কোনও তালিকাই তাদের দেয়নি হামাস।


সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানিয়েছে, মুক্তি পেতে চলা বন্দিদের মধ্যে রয়েছেন মহিলা, বয়স্ক এবং অসুস্থরা। ইসরায়েলের দেওয়া তালিকা থেকে ৩৪ জনকে বেছে নিয়েছে হামাস। তবে সেই সঙ্গে এটাও জানানো হয়েছে, এক্ষেত্রে হামাসের একটি শর্ত রয়েছে। বন্দিদের সঙ্গে আলোচনা এবং শনাক্ত করতে এক সপ্তাহ লাগবে। এই সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে শান্তিপূর্ণ পরিবেশের অনুরোধও করেছে তারা। কিন্তু নেতানিয়াহু জানাচ্ছেন, হামাসের কাছ থেকে মুক্তি পেতে চলা বন্দিদের তালিকা পাঠানো হয়নি।


৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। এই সময়ে কেবল হামাস নয়, নেতানিয়াহুকে পড়তে হয়েছে ইসরায়েলের নাগরিকদের রোষের মুখেও। বন্দিদের মৃত্যুতে সকলের কাছে ক্ষমাও চেয়েছেন নেতানিয়াহু। যতদিন গেছে ততই দীর্ঘ হয়েছে বন্দিদের ফেরা। যা নিয়ে প্রতিনিয়ত ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাছেন হাজার হাজার মানুষ। এখন যদি কোনও কারণে হামাস পিছিয়ে যায়, তাহলে সেটি নেতানিয়াহুর জন্যই বিপদ ডেকে আনবে।


সূত্রধ: এএফপি


এসজেড