বাস্তুচ্যুত লেবাননের জনগণের জন্য অতিরিক্ত ৩৭ কোটি ১৪ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বাড়তি অর্থ অক্টোবর মাসে প্রাথমিক সহায়তা হিসেবে লেবাননকে যে ৪২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেওয়ার আহ্বান জানানো হয় তার সঙ্গে যুক্ত হবে। জাতিসংঘ জানিয়েছে, আবেদনের পর প্রায় ২৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ হয়েছে।
গাজা যুদ্ধের ফলে হিজবুল্লাহ আন্তঃসীমান্তে প্রায় এক বছর গুলিবিনিময়ের পর ইসরায়েল বোমা হামলা জোরদার করে। পরে লেবাননে সেনা পাঠায় দেশটি। সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ায় কয়েক লাখ লোক বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। দুই মাসের যুদ্ধে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ একাধিক নেতা নিহত হয়। একাধিক আলোচনার পর নভেম্বর থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হয়।
লেবাননে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ইমরান রিজা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘যুদ্ধ বিরতিতে কিছুটা আশার আলো দেখা দিলেও এখনও ১ লাখ ২৫ হাজার লোক বাস্তুচ্যুত রয়েছে এবং আরো হাজার হাজার মানুষ জীবন পূর্ণগঠনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে। তিনি আরও বলেন, ‘অতিরিক্ত অর্থায়ন জীবন রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করতে জরুরি ভাবে প্রয়োজন।’ জাতিসংঘের মতে, ২৭ নভেম্বর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে লেবাননের বাস্তুচ্যুত ৮ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি ঘরে ফিরতে সক্ষম হয়েছে।
সূত্র: আল জাজিরা
এসজেড