ইউরোপীয় পর্যটকদের পরিবহনে নিয়োজিত একটি ছোট সি-প্লেন পশ্চিম অস্ট্রেলিয়ার সাগরে দুর্ঘটনায় পতিত হলে তিনজন নিহত হয়েছ। বিমানটির আরও চার আরোহী প্রাণে বেঁচে ফিরেছেন। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বুধবার সিডনি থেকে এএফপি এখবর জানায়।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বলেছে, সিপ্লেনটি মঙ্গলবার সন্ধ্যায় রটনেস্ট দ্বীপ ছেড়ে যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য প্রধান রজার কুক বলেছেন, অনুসন্ধানকারী দল বুধবার জাহাজটির ধ্বংসাবশেষ সমুদ্র থেকে উঠিয়েছে। সাগর থেকে উড্ডয়নের পরই বিমানটি ভেঙ্গে পড়ে। তবে ভেঙ্গে পড়ার কারণ এখনও জানা যায়নি।
নিহতদের মধ্যে ৩৪ বছর বয়সি একজন অস্ট্রেলীয় পাইলট, ৬৫ বছর বয়সি একজন সুইস নারী এবং ৬০ বছর বয়সি এক ডেনিশ পুরুষ রয়েছেন। রাজধানী পার্থ থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত রটনেস্ট দ্বীপ পশ্চিম অস্ট্রেলিয়ায় পর্যটকদের প্রধান আকর্ষণ।
সূত্র: সিডনি টাইমস
এসজেড