ঢাকা | বঙ্গাব্দ

‘তৃণমূলের সমর্থন পেয়েছি’ : কেজরিওয়াল

৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ। তৃণমূলের পাশাপাশি সমাজবাদী পার্টিরও সমর্থন পেয়েছে কেজরির আপ।
  • অনলাইন ডেস্ক | ০৮ জানুয়ারি, ২০২৫
‘তৃণমূলের সমর্থন পেয়েছি’ : কেজরিওয়াল মমতা ব্যানার্জি-অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন বলে দাবি করেছেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার (৮ জানুয়ারি) তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেছেন তিনি। খবর এনটিডিটিভি’র।


পোস্টে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল লিখেছেন, ‘দিল্লির নির্বাচনে আপকে সমর্থন করেছে তৃণমূল। ব্যক্তিগত ভাবে মমতাদিদির কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ দিদি। আপনি সবসময় আমাদের ভাল ও খারাপ সময়ে সমর্থন এবং আশীর্বাদ করেছেন।’ দিল্লির কয়েকটি বিধানসভা আসনে বাঙালি ভোটারদের সংখ্যা ‘নির্ণায়ক’। সে ক্ষেত্রে তৃণমূলের এই সমর্থন কেজরির ক্ষেত্রে লাভজনক হতে পারে বলেই মনে করা হচ্ছে।


আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। তৃণমূলের পাশাপাশি ‘ইনডিয়া’র আর এক সহযোগী সমাজবাদী পার্টিরও সমর্থন পেয়েছে কেজরির আপ। যদিও বিজেপি-বিরোধী জোট ‘ইনডিয়া’র বৃহত্তম শরিক কংগ্রেস আলাদা ভাবে দিল্লির ৭০টি আসনেই লড়ছে। ২০১৪ সালের লোকসভা ভোটে দিল্লিতে প্রার্থী দেয় তৃণমূল। তারপর থেকে ধারাবাহিক ভাবে কেজরির দলকেই সেখানে সমর্থন জানিয়ে আসছেন মমতা।


সূত্র: এনডিটিভি


এসজেড