সৌদি আরবের জেদ্দায় বুধবার (৮ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাতলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে গোল করেছেন গাভি ও ইয়ামাল।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতে বিলবাওকে চেপে ধরা বার্সেলোনা। একের পর এক আক্রমণে বিলবাওকে কোণঠাসা করে ফেলে ফ্লিকের দল। প্রথম গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনার। ১৭তম মিনিটে আলেজান্দ্রো বলদের পাস ডি-বক্সের ভেতরে পেয়ে গোল করেন গাভি। যা চলতি মৌসুমে তার প্রথম গোল।
২৪তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিল বার্সেলোনা। তবে বিলবাও গোলরক্ষক সিমোনের ডাবল সেভে বেচে যায় তারা। ৩৬তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বিলবাও। স্ট্রাইকার গোর্কার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন বার্সা গোলরক্ষক সেজনি।
দ্বিতীয় গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ৫২তম মিনিট পর্যন্ত। গাভির পাস থেকে দারুণ এক গোল করেন লামিন ইয়ামাল। এরপর দুইদলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে ৮২তম মিনিটে গোল পেয়েছিল বিলবাও। তবে দি মার্কোসের গোলটি অফসাইডে বাতিল হয়ে যায়। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে মায়োর্কার। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার (১২ জানুয়ারি) শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।