ঢাকা | বঙ্গাব্দ

‘তুই’ বা ‘তুমি’ বলা যাবে না, ‘আপনি’ বলতে হবে!

পুলিশকর্মীদের আচরণের উন্নতিতে একটি সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে আগরার পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়ের উদ্যোগে।
  • অনলাইন ডেস্ক | ০৯ জানুয়ারি, ২০২৫
‘তুই’ বা ‘তুমি’ বলা যাবে না, ‘আপনি’ বলতে হবে! নমনীয় হওয়ার নির্দেশ পুলিশকর্মীদের।

অভিযোগ করতে গেলে অনেক সময়েই থানার পুলিশ সদস্য বা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। আবার অনেক সময় জন সাধারনকে ‘তুই’ বা ‘তুমি’ বলে ডাকা হয়। কিন্তু এ বার থেকে সেই সম্বোধনে ‘ফুলস্টপ’ পড়তে চলেছে।  ভারতের আগরার সব থানার সকল পুলিশকর্মীদের এমনই নির্দেশ জেলার পুলিশ কমিশনানের। জন সাধারনের সঙ্গে ভাল আচরণের পাশাপাশি তাদের ‘আপনি’ বলে সম্বোধন করতে হবে।  


আমজনতার সঙ্গে পুলিশের দূরত্ব ঘোচাতেই এই উদ্যোগ। পুলিশ সদস্যদের আচরণের উন্নতিতে একটি সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে জেলার পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়ের উদ্যোগে। আর সেই উদ্যোগে আগরার সব থানাকেই শামিল করা হয়েছে। 


নাগরিকদের সঙ্গে কোনও পুলিশকর্মী যাতে দুর্ব্যবহার না করেন, সেই বিষয়টি নজর রাখা হবে। শুধু তা-ই নয়, নাগরিক বা অভিযোগকারীদের সঙ্গে কোনও ভাবেই তুই বা তুমি সম্বোধনে কথা বলা যাবে না। আবার কেউ যদি কোনও অভিযোগ জানাতে থানায় ফোন করেন, কথার শুরুতেই ‘নমস্কার’ জানাতে হবে।


পুলিশ সদস্যদের আচরণ শোধরাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও বলা হয়েছে, থানায় কেউ অভিযোগ করতে এলে প্রথমে তাকে চা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তারপর অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে। পুলিশ কর্মকর্তা এবং অন্য সদস্যরা এই নির্দেশ মানছেন কি না, তা নজরদারির জন্য প্রত্যেক থানায় সিসিটিভি বসানো হবে। নির্দেশ না মানলে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এসজেড