গতকাল বুধবার বিকেলে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. শাহীনুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
অতিথির হিসেবে বক্তব্য দেন, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই আল-হাদী, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় নেতা রেজাউল হক, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তোফায়েল আহমদ কামরান প্রমুখ।
thebgbd.com/AR