সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় হতে বাংলাদেশের প্রতিটি হজ এজেন্সির ক্ষেত্রে ন্যূনতম হজযাত্রীর কোটা ১ হাজার জন নির্ধারণ করা হয়েছে, যা আর কমবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বছর হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, প্রক্রিয়া স্বচ্ছ করতেই সৌদি সরকার এমন উদ্যোগ নিয়েছে। কয়েকটি ছোট এজেন্সি মিলে একটি লিড এজেন্সি গঠন করেও হজ সংশ্লিষ্ট কার্যক্রম চালাতে পারবে বলে জানান উপদেষ্টা।
বাংলাদেশের পক্ষ থেকে বাড়ি ভাড়াসহ হজের সামগ্রিক প্রক্রিয়া এখনো সম্পন্ন না করায় সৌদি সরকার কিছুটা বিরক্ত বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে বলেন, এ বছর হজের কোটা পূরণ না হওয়া সরকারের ব্যর্থতা নয়। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার বিপরীতে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।
thebgbd.com/NA