ঢাকা | বঙ্গাব্দ

‘অভ্যুত্থান’-এর অভিযোগে মাদুরোর প্রতিপক্ষ গ্রেপ্তার

মাদুরোর সমর্থকরাও রাজপথে নামার প্রতিশ্রুতি দিয়েছে এবং ভারি অস্ত্রে সজ্জিত সশস্ত্র পুলিশ ও সেনা আগাম মোতায়েন করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৯ জানুয়ারি, ২০২৫
‘অভ্যুত্থান’-এর অভিযোগে মাদুরোর প্রতিপক্ষ গ্রেপ্তার নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শপথ গ্রহণের প্রাক্কালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এনরিক মার্কেজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত  করেছেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, মাদুরোর বিরুদ্ধে ‘অভ্যুত্থানে’ জড়িত মার্কেজ। পরবর্তী মেয়াদে ক্ষমতায় বসতে শুক্রবার শপথ নিবেন মাদুরো। কারাকাস থেকে এএফপি এখবর জানায়। 


এক টেলিভিশন ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো  বলেন, ‘ভেনেজুয়েলায় যে অভ্যুত্থান ঘটতে যাচ্ছিছ এনরিক মার্কেজ  তার অংশ।’ তিনি বলেন, মার্কেজ এফবিআই-এর এক গোয়েন্দার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। পাশাপাশি ক্যাবেলো অভিযুক্ত মার্কিনিকেও গ্রেপ্তারের কথা জানান, তবে তিনি কোনও নাম উল্লেখ করেননি।


এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে সরকারপন্থী ও বিরোধীরা সমাবেশ ও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। বিরোধীরা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরো নির্বাচিত হওয়ার ফলাফলকে প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ রাষ্ট্র তৃতীয় মেয়াদে তার এই শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা করেছে। 


বিরোধী দলীয় নির্বাসিত নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নিজেকে প্রেসিডেন্ট দাবি করে দায়িত্ব গ্রহণ করতে দেশে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জোর দাবি করেন, জুলাইয়ের নির্বাচনে তিনি জিতেছেন।  শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তার যে বিপুল সংখ্যক সমর্থক রয়েছে, তাদের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।  


অপরদিকে মাদুরোর ক্ষমতাসীন ‘চাভিস্তা’ আন্দোলনের সমর্থকরাও রাজপথে নামার প্রতিশ্রুতি দিয়েছে এবং কারাকাসে হাজার হাজার ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র পুলিশ ও সেনা আগাম মোতায়েন করা হয়েছে। ভেনিজুয়েলার নাগরিক মেলিন রদ্রিগেজ এএফপি’কে বলেন, ‘কী ঘটবে তা আগে থেকে বলা যাচ্ছে না। আমি জানি না যে- যা ঘটবে তা ভাল, না কি খারাপ হবে।’ ভেনিজুয়েলা সম্পর্কিত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মারিয়ানো দে আলবা এএফপি’কে বলেছেন, ‘এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়ার কৌশল হল বিরোধীদেরকে উদ্দীপনা দেওয়া ও আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করা।’


দেশে ফিরে এলে কারাকাসের কর্তৃপক্ষ গঞ্জালেজ উরুতিয়াকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি সেপ্টেম্বর থেকে স্পেনে নির্বাসিত জীবন-যাপন করছেন। বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিতে আত্মগোপন থেকে বেরিয়ে আসবেন। মাচাদোকে গঞ্জালেজ উরুতিয়া শেষ মুহুর্তে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে তার স্থলাভিষিক্ত করেন। মাচাদো সোমবার এএফপি’কে বলেন, ‘এই ঐতিহাসিক দিনটিকে কোনো কিছুর বিনিময়ে মিস করব না।’


দেশটির নির্বাচনী পরিষদ শাসক দলের প্রতি অনুগত। তারা ভোট গণনা ছাড়াই মাদুরোকে জয়ী ঘোষণা করেছে। তার বিজয়ের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার অনেকগুলো রাষ্ট্রসহ অন্যান্য অসংখ্য দেশ স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ থিঙ্ক ট্যাঙ্কের ফিল গানসন এএফপি’কে বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য এই সরকারকে সশস্ত্র বাহিনী ও পুলিশের ওপর বেশি বেশি নির্ভর করতে হয়েছে। ২৮ জুলাই থেকে সেই নির্ভরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং ১০ জানুয়ারি থেকে এটি আরও গভীর হবে।’


সূত্র: এএফপি


এসজেড