ফ্রন্টলাইনের খুব কাছে অবস্থিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আহত হয়েছে ৩২ জন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।
জাপোরিঝিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা দিনের মাঝামাঝি সময় শহরটিতে হামলা চালিয়েছে। দুটি বোমা আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বহুতল ভবন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের রাশিয়ার ওপর ‘সন্ত্রাসের জন্য’ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যদিও রুশ সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বোমা বিস্ফোরণ স্থলের বাইরে থেকে একটি ভিডিও বার্তায় জাপোরিঝিয়ার আঞ্চলিক প্রধান ফেডোরেভ বলেছেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় এই হামলা চালানো হয়। আবাসিক ভবনকে টার্গেট করে বোমা দুটি নিক্ষেপ করা হয়। এর আগে তিনি বলেন বোমা হামলায় ‘শিল্প অবকাঠামো’ টার্গেট করা হয়েছে।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তার পাশে হতাহতদের সেবা দিচ্ছেন কিছু মানুষ। রাস্তায় কিছু গাড়িতে আগুন জ্বলছে এবং গাড়ির ভাঙা কাঁচ রাস্তায় পড়ে আছে। বুধবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে তা জেনেও একটি শহরে বোমা হামলার চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না।’ ইউক্রেনের মিত্রদের আরো সমর্থনের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছেন, ‘কেবল শক্তি প্রয়োগের মাধ্যমেই এই ধরনের যুদ্ধের শান্তিপূর্ণ স্থায়ী সমাপ্তি সম্ভব।’
সূত্র: এএফপি
এসজেড