ঢাকা | বঙ্গাব্দ

ক্ষমতার অপব্যবহারের কুফল

ইসলামের শিক্ষা হলো, ক্ষমতা দিয়ে মানুষের কল্যাণ করা এবং জুলুম থেকে বিরত থাকা।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি, ২০২৫
ক্ষমতার অপব্যবহারের কুফল ফাইল ছবি

ক্ষমতার অপব্যবহার ইসলাম ধর্মে একটি গর্হিত কাজ হিসেবে বিবেচিত। কোরআন ও হাদিসে ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে ক্ষমতার সঠিক ব্যবহার এবং অপব্যবহারের পরিণতি উল্লেখ করা হয়েছে।


কোরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন যে, তোমরা আমানত তাদের (যোগ্যদের) কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করো, তখন ন্যায়বিচার করো।” (সুরা আন-নিসা, আয়াত ৫৮)


এই আয়াতটি ইঙ্গিত করে যে, ক্ষমতা একটি আমানত, যা সঠিকভাবে ব্যবহার করতে হবে। ক্ষমতার অপব্যবহার করলে তা আল্লাহর নির্দেশ অমান্য করার শামিল।


রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শাসক তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল” (সহীহ বুখারি ও মুসলিম)।


এই হাদিসে দেখা যায়, ক্ষমতা একটি দায়িত্ব এবং এর সঠিক প্রয়োগ না হলে আল্লাহর কাছে এর জবাবদিহি করতে হবে। ক্ষমতার অপব্যবহার করা মানে মানুষের উপর জুলুম করা, যা আল্লাহ কোনোভাবেই পছন্দ করেন না।


ক্ষমতার অপব্যবহারের অন্যতম কুফল হলো সমাজে ন্যায়বিচারের অভাব সৃষ্টি হয়। জালিম শাসকের কারণে দুর্নীতি, বৈষম্য ও অরাজকতা বৃদ্ধি পায়। কোরআনে আল্লাহ বলেন, “জুলুমকারী কখনো সফল হয় না। ” (সুরা ইউনুস, আয়াত ২৩)


এই আয়াত ইঙ্গিত করে যে, ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তি সাময়িকভাবে সফল মনে হতে পারে, কিন্তু পরিণামে তাকে চরম ব্যর্থতা ও শাস্তির মুখোমুখি হতে হয়।


অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হবে সেই শাসক, যে অত্যাচারী” (মুসলিম)।


এই হাদিস স্পষ্ট করে যে, ক্ষমতার অপব্যবহার শুধু দুনিয়ায় নয়, পরকালেও চরম শাস্তির কারণ হয়ে দাঁড়ায়।


ক্ষমতার অপব্যবহারের আরেকটি কুফল হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। যারা নিজেদের ক্ষমতাকে অন্যের ক্ষতি করার জন্য ব্যবহার করে, তাদের প্রতি আল্লাহর গজব নেমে আসে। ইতিহাসে ফেরাউন, নমরুদ ও কারুনের উদাহরণ রয়েছে, যারা ক্ষমতার অপব্যবহার করে চরম ধ্বংসের মুখোমুখি হয়েছে।


ইসলামের শিক্ষা হলো, ক্ষমতা দিয়ে মানুষের কল্যাণ করা এবং জুলুম থেকে বিরত থাকা। যারা ক্ষমতার সঠিক ব্যবহার করে, তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবে, আর যারা অপব্যবহার করে, তাদের জন্য শাস্তি অবধারিত। ক্ষমতার অপব্যবহার এড়িয়ে ন্যায়বিচার ও সততার সাথে দায়িত্ব পালন করাই ইসলামের আদর্শ।


thebgbd.com/NIT