ঢাকা | বঙ্গাব্দ

বেড়াতে এসে পুলিশ কর্মকর্তা খুনের বিষয়ে যা বললেন তার স্ত্রী

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি, ২০২৫
বেড়াতে এসে পুলিশ কর্মকর্তা খুনের বিষয়ে যা বললেন তার স্ত্রী সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের পানমহাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া রাত সাড়ে দশটায় বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।


শফিকুলের স্ত্রী রাবেয়া আক্তার, যিনি একজন স্কুলশিক্ষক, বলেন, "কেন এমন হলো, কারা আমার স্বামীকে হত্যা করল, কিছুই বুঝতে পারছি না। আমি এর সঠিক বিচার চাই।"


শফিকুলের ১৪ বছর বয়সী ছেলে রাফিউল ইসলাম জানান, শুক্রবার তাদের ময়মনসিংহ বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল। "সন্ধ্যায় বাবা বাসা থেকে কিছু কেনার জন্য বের হন। তারপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।"


স্থানীয় বাসিন্দা, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বাজারের উদ্দেশে বের হন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে পানমহাল রোড এলাকায় হেঁটে যাওয়ার সময় তিন-চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।


শফিকুলের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এই নৃশংস হামলা হয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।



thebgbd.com/AR