ঢাকা | বঙ্গাব্দ

রাফাহতে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল

ইসরায়েলি মন্ত্রীসভা যুদ্ধবিরতির আলোচনাকারীদের নতুন প্রস্তাব তৈরি করতে বলেছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব হবে। তবে উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বাজালেল স্মোরিচ এই সিদ্ধান্তের বিরোধীতা করেছেন।
  • | ১০ মে, ২০২৪
রাফাহতে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল রাফাহতে হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত ইসরায়েলের

ফিলিস্তিনের গাজার শেষ নিরাপদস্থান রাফাহতে হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরায়েলের মন্ত্রীসভা। সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিউস বৃহস্পতিবার (১০ মে) তিনটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

দুটি সূত্র জানিয়েছে, এটি একটি ‘পরিমাপিত সম্প্রসারণ’ হবে। যেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া রেড লাইন অতিক্রম করবে না। তবে অপর সূত্রটি জানিয়েছে, এটিকে বাইডেনের রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, যদি ইসরায়েল রাফাহতে বড় ধরনের কোনো হামলা চালায় তাহলে তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। তার এমন হুমকির মধ্যেই রাফাহতে হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দখলদাররা।

এই সূত্রগুলো এক্সিউসকে আরও জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রীসভা যুদ্ধবিরতির আলোচনাকারীদের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে যেতে বলেছে এবং একটি নতুন প্রস্তাব তৈরি করতে বলেছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব হবে। তবে উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বাজালেল স্মোরিচ এই সিদ্ধান্তের বিরোধীতা করেছেন।

৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। সাত মাস ধরে চলা এই যুদ্ধ থেকে নিজেদের প্রাণ বাঁচাতে লাখ লাখ ফিলিস্তিনি রাফাহতে আশ্রয় নেন। কিন্তু গত সপ্তাহে মিসর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।

এরপরই শঙ্কা তৈরি হয় গাজার অন্যান্য অঞ্চলের মতো রাফাতেও বর্বরতা চালাবে ইসরায়েলি বাহিনী।

বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে রাফার নতুন একটি সড়ক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনারা। এতে করে রাফার পূর্বাঞ্চলটি অন্যান্য জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সূত্র: আলজাজিরা