গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করার প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী তার দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক মিলিত হয়েছেন। একটি সরকারি সূত্রের বরাত দিয়ে কোপেনহেগেন থেকে এএফপি এ খবর জানায়।
প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের কার্যালয় এএফপিকে নিশ্চিত করেছে, বৈঠকটি গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়েছে।
ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের বলেন, ‘দলের নেতাদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে আমরা কয়েকদিন ধরে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছি।’ তবে তিনি বৈঠকের বিষয়বস্তু এবং এতে গৃহীত কোনও ধরনের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
সূত্র: এএফপি
এসজেড