বাজেটের আগে পণ্যে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার একের পর এক ব্যর্থতার পথে এগিয়ে যাচ্ছে।
আজ শনিবার (১১ জানুয়ারি) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।
তিনি বলেন, শতাধিক পণ্যে নতুন করে ভ্যাট বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় আরও চাপ বাড়বে। এর ফলে সরকারের প্রতি জনগণের আস্থায় ধস নামার আশঙ্কা দেখা দিতে পারে।
নতুন পাঠ্যপুস্তক প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, এতে ভুল তথ্য উপস্থাপন করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগকে গৌরবমণ্ডিত এবং বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করার মাধ্যমে ফ্যাসিবাদের মূর্ত প্রতীক তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে পাঠ্যপুস্তকের এমন বিতর্কিত অংশ সংশোধনের দাবি জানিয়েছেন তিনি।
thebgbd.com/NIT